সঠিক উত্তর হচ্ছে: ১৯৩৩
ব্যাখ্যা: ১৯৩৩ সালে প্রকাশিত কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসটিতে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি,ধর্মীয় কুসংস্কার,পর্দাপ্রথা,আশরাফ-আতরাফ বৈষম্য,হীন স্বার্থপরতা,সম্প্রদায়বিদ্বেষ ইত্যাদির বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ।বাংলার সামাজিক বিবর্তনের,বিশেষ করে বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনার ও প্রতিবন্ধকতা সুচারুরূপে ফুটে ওঠায় গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।উল্লেখ্য যে কাহিনীর নায়কের নামেই গ্রন্থটীর নামকরণ করা হয়েছে।সূত্রঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর