সঠিক উত্তর হচ্ছে: ৩০০০ টাকা, ৮০০০ টাকা
ব্যাখ্যা:
আমরা জানি,
I = Prn, অর্থাৎ, মুনাফা = আসল × মুনাফার হার × সময়
∴ মুনাফা = (৫০০০×(১০/১০০)×৬) টাকা = ৩০০০ টাকা।
∴ মুনাফা-আসল = আসল + মুনাফা = (৫০০০+৩০০০) টাকা বা ৮০০০ টাকা।
∴ মুনাফা ৩০০০ টাকা এবং মুনাফা-আসল ৮০০০ টাকা।