সঠিক উত্তর হচ্ছে: মহামহােপাধ্যায়
ব্যাখ্যা: হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের ইতিহাসে এক স্মরণীয় নাম।
- তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক, বহুভাষাবিদ, দার্শনিক, পন্ডিত, প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক।
- তার উপাধি ছিলো - মহামহোপাধ্যায়। ১৮৯৮ সালে তাকে এই উপাধি প্রদান করা হয়।
- তিনি ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদ আবিস্কার করেন।
- ১৯১৬ সালে \'বঙ্গীয় সাহিত্য পরিষদ\' থেকে তার সম্পাদনায় \'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা\' নামে চর্যাপদ প্রকাশিত হয়।
তার রচিত সাহিত্যকর্ম:
- বেণের মেয়ে (উপন্যাস)
- বাল্মীকির জয়
- মেঘদূত
- প্রাচীন বাংলার গৌরব
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।