সঠিক উত্তর হচ্ছে: ১১
ব্যাখ্যা: প্রতি ১১ বছর পর পর ক্যালেন্ডারের পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ ১১ বছর পর প্রথম বছরের ক্যালেন্ডার এক ই বার দিয়ে শুরু হবে। কারণ যে কোন ভাবে ১১ বছর নিলে দেখা যাবে যে ১১ বছরের মধ্যে ৩ টি লিপ ইয়ার থাকে। এখন প্রতি বছর ১ দিন করে ১১ বছরে ১১ দিন ও ৩ দিন লিপ ইয়ারের জন্য আরো ৩ দিন সহ মোট পার্থক্য হবে ১১+৩= ১৪ দিন যা ৭ দিয়ে বিভাজ্য। যার ফলে ১১ বছর পর পর হুবহু এক ই ক্যালেন্ডার হয়।