সঠিক উত্তর হচ্ছে: পথের দাবী
ব্যাখ্যা: শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস - পথের দাবী (১৯২৬)। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী। কারো কারো মতে, সব্যসাচী চরিত্রে বিপ্লবী - রাসবিহারী বসুর ছায়াপাত ঘটেছে। গ্রন্থটি প্রকাশের সাথে সাথে সরকার কর্তৃক নিষিদ্ধ করে। উপন্যাসটি বাংলা ১৩২৯ সালের ফাল্গুন সংখ্যা থেকে “বঙ্গবাণী” পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।