সঠিক উত্তর হচ্ছে: মাটির পৃথিবী
ব্যাখ্যা: বুদ্ধির মুক্তি - আন্দলনের অন্যতম কর্ণধার আবুল ফজল রচিত উপন্যাস- চৌচির, প্রদীপ ও পতঙ্গ, রাঙ্গা প্রভাত ইত্যাদি। গল্পগ্রন্থ-- মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা ইত্যাদি। নাটক-- প্রগতি, আত্মকাহিনী, স্বয়ম্বরা ইত্যাদি। তার রচিত দিনলিপি-- রেখাচিত্র। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।