সঠিক উত্তর হচ্ছে: যৌগিক ক্রিয়া
ব্যাখ্যা: ? যৌগিক ক্রিয়া : \nএকটি অসমাপিকা ক্রিয়া ও একটি সমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তাকে যৌগিক ক্রিয়া বলা হয়। যেমন : হেসে ওঠা। [রূপালি ব্যাংক লি. অফিসার: ১৯]
\n ? তাগিদ দেওয়া অর্থে : ঘটনাটা শুনে রাখ।
\n ? নিরন্তরতা অর্থে : তিনি বলতে লাগলেন।
\n ? কার্যসমাপ্তি অর্থে : ছেলেমেয়েরা শুয়ে পড়ল।
\n ? অনুমোদন অর্থে : এখন যেতে পার।
\n ? আকস্মিকতা অর্থে : সাইরেন বেজে উঠল। [পল্লী সঞ্চয় ব্যা. ক্যা অ: ১৮; পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী: ১৮]