সঠিক উত্তর হচ্ছে: দেশে বিদেশে
ব্যাখ্যা: আফগানিস্তানের বর্ননা নিয়ে ভ্রমন কাহিনী - দেশে বিদেশে (১৯৪৯)। অন্যদিকে, উপন্যাস - শবনম (১৯৬০)। তার বিখ্যাত গল্পগ্রন্থ - চাচা কাহিনী (১৯৫২) এর সবগুলো গল্পই বিদেশী পটভূমিতে রচিত। বিখ্যাত গল্প - রাজা উজির, ধূপছায়া, রস-গোল্লা ইত্যাদি। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।