ব্যাখ্যা: বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কাজ করার একককে নেফ্রন বলে। প্রতিটি বৃক্কে প্রায় ১০-১২ লক্ষ নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রন একটি রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ এবং রেনাল টিউব্যুল নিয়ে গঠিত।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।