সঠিক উত্তর হচ্ছে: কমলগঞ্জ
ব্যাখ্যা: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত এই গ্যাসক্ষেত্রটি মাগুরছড়া গ্যাস উৎক্ষেপণ (ব্লো-আউট) জনিত দুর্ঘটনার জন্য পরিচিতি লাভ করেছে। ১৯৯৮ সালে অক্সিডেন্টাল অয়েল কোম্পানি এখানে প্রথম কূপ খনন করার সময় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে গ্যাস বের হয়ে যায়। পরবর্তীতে অক্সিডেন্টালের দায় গ্রহণকারী কোম্পানি ইউনোক্যাল এখানে ২নং কূপ খননকালে গ্যাসের অনুসন্ধান লাভ করে। মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের উন্নয়ন কাজ এখনও অবশিষ্ট রয়েছে।