সঠিক উত্তর হচ্ছে: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়ের বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস \'কপালকুন্ডলা\' (১৮৬৬)। অরণ্যে কাপালিক পালিতা নারী \'কপালকুণ্ডলা \'কে ঘিরে এই উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে। \'পথিক তুমি পথ হারাইয়াছ\'- উক্তিটি কপালকুণ্ডলা নবকুমারকে বলেছে।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর]