সঠিক উত্তর হচ্ছে: গাথার্ড টানেল
ব্যাখ্যা: বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেলওয়ে সুড়ঙ্গ সুইজারল্যান্ড এর গাথার্ড টানেল। টানা ১৭ বছর ধরে আল্পস পর্বতমালার মধ্যদিয়ে নির্মাণ করা হয়েছে রেল চলাচলের এ সুড়ঙ্গ। গাথার্ড বেস টানেল নামের এ সুড়ঙ্গের মাধ্যমে উত্তর ও দক্ষিণ ইউরোপের মধ্যে দ্রুত গতির রেলযোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হল। এ টানেলের কারণে ইউরোপের দেশগুলোর মধ্যে পণ্য পরিবহন এবং মানুষের ভ্রমণ ব্যয় ও সময় অনেক কমে এল। সুইজারল্যান্ডের এরস্টফেল্ড থেকে বোইডো পর্যন্ত বিস্তৃত এ টানেল।