সঠিক উত্তর হচ্ছে: মীননাথ
ব্যাখ্যা: প্রশ্নটিতে \'\'চর্যাপদের প্রথম বাঙালি কবি\'\' কে সেটা জানতে চাওয়া হয়নি। বরং ডঃ মুহম্মদ শহীদুল্লাহর মতে প্রথম বাঙালি কবি কে সেটা জানতে চাওয়া হয়েছে।
ডঃ মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন,
১) শবর পা চর্যাপদের আদি কবি।
২) মৎস্যেন্দ্রনাথ তথা মীননাথ প্রথম বাঙালি কবি। মীননাথের চর্যাপদে কোন পদ নেই। ২১ নং চর্যার টীকাতে কেবল ৪টি পঙক্তির উল্লেখ রয়েছে।
এটা নিয়ে অবশ্য বিভেদ আছে। যেমনভাবে, বিভেদ আছে প্রাচীন ও মধ্য যুগের আরও অনেক তথ্য নিয়ে। তবে, প্রশ্নে স্পেসিফিক তথ্য জানতে চাওয়া হয়েছে। তাই, উত্তর পুরোপুরি ঠিক আছে।
সুত্রঃ [বাংলা সাহিত্যের কথা - ১ম খন্ড ডঃ মুহম্মদ শহীদুল্লাহ, বাংলা সাহত্যের ইতিহাস - মাহবুবুল হক]