সঠিক উত্তর হচ্ছে: ইরাক
ব্যাখ্যা: প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই বাংলাদেশকে স্বীকৃতি দেয়।\nমিশর বাংলাদেশকে ১৫ সেপ্টেম্বর ১৯৭৩ স্বীকৃতি দেয়,\nকুয়েত বাংলাদেশকে স্বীকৃতি দেয়৪ নভেম্বর ১৯৭৩ সালে।\nজর্ডান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬অক্টোবর ১৯৭৩ সালে|\n ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান ও ভারত।\nএশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি। \nবাংলাদেশকে ৪ এপ্রিল ১৯৭২ সালে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।\n[তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণী ]