সঠিক উত্তর হচ্ছে: কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
ব্যাখ্যা: ধাতুর প্রয়োগগত রূপ হলো ক্রিয়া। ধাতুর পরে বিভক্তিযোগে ধাতু ক্রিয়াপদে পরিণত হয়। যেমন: ্উঠ্ + এ = উঠে। এখানে ‘উঠ্’ ধাতু, ‘এ’ বিভক্তি, ‘উঠে’ ক্রিয়াপদ। ক্রিয়াপদ বাক্যে প্রযুক্ত হয়। বাক্যের আবার দুটি অংশ—উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য হলো কর্তা এবং বিধেয় ক্রিয়া। ক্রিয়াপদ বিধেয় অংশে থাকে।\nপড়ছে, খেলছে পদগুলো দ্বারা কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে, এ জন্য এগুলো ক্রিয়াপদ।\nসংজ্ঞা: যে পদ দিয়ে কোনো কাজ করা বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে।\nযে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে ।