সঠিক উত্তর হচ্ছে: নাঢ়াই
ব্যাখ্যা: ‘নাঢ়াই’ উপন্যাসটির রচয়িতা শওকত আলী। এই উপন্যাসে তেভাগা আন্দোলনের চিত্র ফুটে উঠেছে।তেভাগা আন্দোলন ১৯৪৬ সালের ডিসেম্বর -এ শুরু হয়ে ১৯৪৭ সাল পর্যন্ত চলে। বর্গা বা ভাগ-চাষীরা এতে অংশ নেয়। তার রচিত আরও কিছু উপন্যাস- পিঙ্গল আকাশ, যাত্রা, প্রদোষে প্রাকৃতজন ইত্যাদি।\n\n[তথ্যসূত্র- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]