সঠিক উত্তর হচ্ছে: ঘূর্নিবৃষ্টি
ব্যাখ্যা: জলীয় বাষ্পপূর্ন উষ্ণবায়ু শীতল বায়ুর উপরে উঠে তার ভেতরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তা ঘূর্ণিবৃষ্টি। যেমন- ইউরোপের বিভিন্ন দেশে শীতকালের বৃষ্টি দীর্ঘ স্থায়ী হয়। এটাকে সাধারণত ঘূর্নিবৃষ্টি বলা হয়। এছাড়া নাতিশীতোষ্ণ অঞ্চলে বায়ুপ্রাচীর জনিত বৃষ্টি, এবং বৃষ্টিবহুল অঞ্চলে শৈলতক্ষেপ বৃষ্টি দেখা যায়। [তথ্যসূত্রঃ প্রথম আলো পত্রিকা]