সঠিক উত্তর হচ্ছে: চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা: উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই। তেভাগা আন্দোলন, ১৯৪৩ এর মন্বন্তর, ফকির আন্দোলনের প্রেক্ষাপটে রচিত তার আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস খোয়াবনামা। তার বিখ্যাত প্রবন্ধ সংস্কৃতির ভাঙ্গা সেতু। এছাড়া তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থঃ দুধে ভাতে উৎপাত, অন্য ঘরে অন্য স্বর, দোযখের ওম, খোঁয়ারি, জাল স্বপ্ন স্বপ্নের জাল। তার রচিত গল্প- মিলির হাতে স্টেনগান, ফেরারী, রেইনকোট, অপঘাত, নিরুদ্দেশ যাত্রী, তারা বিবির মরদ পোলা ইত্যাদি। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]