সঠিক উত্তর হচ্ছে: অপাদানে সপ্তমী
ব্যাখ্যা: ? যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
\n? চেনার উপায় : ক্রিয়াপদকে ‘কি হতে’ বা ‘কোথা হতে’ বা ‘কিসের হতে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই অপাদান কারক।
\n ? প্রশ্ন : কিসে ডরে না বীর?
\n ? উত্তর : পরাজয়ে।