সঠিক উত্তর হচ্ছে: টেনে নিয়ে যাওয়া হয়
ব্যাখ্যা: রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে- টেনে নিয়ে যাওয়া হয় । কারণ, রোলার টেনে নেয়ার সময় এটিকে যে বল দিয়ে টানা হয় তার দুইটি উপাংশের মধ্যে অনুভূমিক উপাংশ টি রোলারকে সামনে এগিয়ে নেয় এবং উলম্ব উপাংশ রোলারের ভর হ্রাস করে রোলারকে টানতে সহজ করে দেয়।