সঠিক উত্তর হচ্ছে: হার্ডওয়ার ও সফটওয়্যার অংশ
ব্যাখ্যা: হার্ডওয়্যার : কম্পিউটারের যে অংশগুলো সাধারণত হাতে ছোঁয়া বা দেখা যায় তাদেরকে হার্ডওয়্যার বলে। সার্বিক অর্থে কম্পিউটারের বাহ্যিক অভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্রপাতি বা যন্ত্রাংশের সমষ্টিকে হার্ডওয়্যার। উদাহরণস্বরূপ বলা যায় - Keyboard, Mouse, Printer, Hard Disk, Monitor ইত্যাদি এক একটি হার্ডওয়্যার। \nসফটওয়্যার : সফটওয়্যার হলো কতগুলো নির্দেশকৃত পোগ্রামের সমষ্টি যা কোন কাজ সম্পন্ন করার জন্য হার্ডওয়্যারকে সক্রিয় বা কর্মক্ষম করে । এটি কম্পিউটার ব্যবহারকারী এবং হার্ডওয়্যরের মধ্যে সংযোগ ক্ষেত্র হিসেবে কাজ করে। কম্পিউটারের সব পোগ্রাম বা পোগ্রামতৈরীর নিয়ম, পোগ্রামকে মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় অনুবাদ, কম্পিউটার সমস্ত নির্দেশনা প্রদান, এ গুলোকে সম্মিলিতভাবে বলা হয় সফটওয়্যার। \n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই]