নিচের অপশন গুলা দেখুন
- ঢাকী
- সুন্দর
- মালী
- সেবিকা
কিছু শব্দ পুরুষ ও স্ত্রী দুই-ই বোঝায়। যেমন- জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু।
কিছু শব্দ শুধু পুরুষ বোঝায়। যেমন- কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার।
কিছু শব্দ শুধু স্ত্রীবাচক হয়। যেমন- সতীন, সৎমা, সধবা।
বাংলায় বিশেষণ পদের স্ত্রীবাচক হয় না। যেমন- মেয়েটি পাগল হয়ে গেছে (পাগলি হবে না)।