সঠিক উত্তর হচ্ছে: মহাবীর
ব্যাখ্যা: জৈন ধর্মানুযায়ী ২৪ জন তীর্থঙ্কর ছিলেন। মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর। তার প্রতীক ছিল সিংহ। প্রথম তীর্থঙ্কর ছিলেন রিসভনাথ । জৈন ধর্ম শেতাম্বর ও দিগম্বর এ বিভক্ত ছিল। পার্শ্বনাথ (২৩ তম তীর্থঙ্কর) ছিলেন প্রকৃত প্রবর্তক। তার ১৪টি অনুশাসনের মধ্যে ১২টি প্রধান অনুশাসন নিয়ে গঠিত হয় দ্বাদশঅঙ্গ। জৈন ধর্মের ত্রিরত্ন হলো প্রকৃত ভক্তি , যথার্থ জ্ঞান ও সামক্য আচরণ।