সঠিক উত্তর হচ্ছে: হাজার বছর ধরে
ব্যাখ্যা: জহির রায়হান প্রখ্যাত বাংলাদেশী কথা সাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের শ্রেষ্ঠ উপন্যাস - হাজার বছর ধরে।
- উপন্যাসটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়।
- এই উপন্যাসের জন্য তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
- তার প্রথম উপন্যাস - শেষ বিকালের মেয়ে (১৯৬০)।
তার অন্যান্য উপন্যাস -
- কয়েকটি মৃত্যু,
- বরফ গলা নদী,
- আর কত দিন,
উল্লেখ্য,
- ভাষা আন্দোলন নিয়ে তিনিই প্রথম উপন্যাস রচনা করেন - আরেক ফাল্গুন (১৯৬৮)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।