সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ আমীর আলী
ব্যাখ্যা: বাংলার মুসলিম সমাজকে আলোর পথে টেনে তুলতে যাঁদের অবদান মূল্যবান বলে বিবেচিত হয় সৈয়দ আমীর আলী তাঁদেরই একজন। শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষাই নয়, মুসলমানদের রাজনৈতিক শিক্ষার গুরুত্বও তিনি অনুভব করেছেন এবং সে কারণে তিনি ‘সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। তাঁর বিখ্যাত দুটি গ্রন্থ হচ্ছে-‘The Spirit of Islam’ ও ‘A Short History of Saracens’ । এতে ইসলাম ধর্মের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ও ইসলামের অতীত গৌরবের কথা তুলে ধরা হয়েছে। সূত্র- বোর্ড বইঃনবম-দশম শ্রেণি।