সঠিক উত্তর হচ্ছে: ২৫ কি.মি.
ব্যাখ্যা: নির্দিষ্ট বিন্দু O থেকে পূর্ব দিকে 24 কি.মি যাওয়ার পর দক্ষিণ দিকে 7 কি.মি গেলে,\nপূর্ব ও দক্ষিণের মাঝে 90 ডিগ্রী কোন থাকায় সমকোণী ত্রিভুজ কল্পনা করি।\nতাহলে অতিক্রান্ত দূরত্ব হবে এর অতিভূজের সমান।\nপিথাগোরাসের সূত্র থেকে\nঅতিভূজ = √(ভূমি^2+উচ্চতা^2)\nদুরত্ব=√(24^2+7^2)\n=√625 = 25 কি.মি.