সঠিক উত্তর হচ্ছে: দেবদেবীর গুণগান
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক কাব্য রচিত হয় যা মঙ্গলকাব্য নামে পরিচিত। মঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয় হচ্ছে বিভিন্ন দেবদেবীর গুনগান। এদের মধ্যে স্ত্রী দেবীদের প্রধান্য বেশি বিশেষত মনসা ও চন্ডীই এদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।