সঠিক উত্তর হচ্ছে: ১৬
ব্যাখ্যা: ঐ বোলার,\n\nএকটি খেলায় গড়ে ২০ রান দিয়ে ১২টি উইকেট পান।\n\nঅর্থাৎ, ২০*১২ = ২৪০ রান দিয়ে ১২ টি উইকেট পান।\n\nপরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪ টি উইকেট পান।\n\nঅর্থাৎ, ৪*৪=১৬ রান দিয়ে ৪ টি উইকেট পান।\n\nসুতরাং, তিনি সর্বমোট (২৪০+১৬) = ২৫৬ রান দিয়ে,\n\nসর্বমোট (১২+৪) = ১৬ টি উইকেট পান।\n\nতাহলে, এখন তার উইকেট প্রতি গড় রান = ২৫৬/১৬ = ১৬\n\nসুতরাং, তিনি গড়ে উইকেট প্রতি ১৬ রান দিয়েছেন ।