সঠিক উত্তর হচ্ছে: সাম্যবাদী
ব্যাখ্যা: নারী” কবিতাটি নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত। বইটিতে মোট ১১ টি কবিতা রয়েছে । সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে । কবিতাসমূহ নিচে দেওয়া হল-\n\nসাম্যবাদী\nঈশ্বর\nমানুষ\nপাপ\nচোর-ডাকাত\nবারাঙ্গনা\nমিথ্যাবাদী\nনারী\nরাজা-প্রজা\nসাম্য\nকুলিমজুর\n\n[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ]