সঠিক উত্তর হচ্ছে: বাংলা ভাষার ইতিবৃত্ত
ব্যাখ্যা: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ও বাংলাদেশি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।\nবাংলা ভাষার ইতিবৃত্ত তিনি লিখেছেন। \nডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো -\nভাষা ও সাহিত্য\nবাঙ্গালা ভাষার ইতিবৃত্ত\nদীওয়ানে হাফিজ\nরুবাইয়াত-ই-ওমর খৈয়াম\nনবী করিম মুহাম্মাদ\nইসলাম প্রসঙ্গ\nবিদ্যাপতি শতক\n[তথ্যসূত্রঃ লাল নীল দিপাবলী ]