সঠিক উত্তর হচ্ছে: উৎ + যোগ = উদ্যোগ
ব্যাখ্যা: কোন অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পরে ঘোষ ধ্বনি আসলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি তার নিজের বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনি (ক/চ/ট/ত/প) + বর্গের ৩য়/৪র্থ/৫ম বা য, র, ব = বর্গের ৩য় + বর্গের ৩য়/৪র্থ/৫ম বা য, র, ব হয়। [শর্টকাট : বর্গের প্রথম ধ্বনি তৃতীয় ধ্বনি হয়ে যায়]। যেমন-
\nক + দ = গ + দ
\nবাক্ + দান = বাগদান [অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী: ১১],
\nবাক্ + দেবী = বাগদেবী।
\nক + ব = গ + ব \nদিক্ + বিজয় = দিগি¦জয়।
\nট + য = ড় + য
\nষট্ + যন্ত্র = যড়যন্ত্র
\nত + গ = দ + গ
\nউৎ + গার = উদগার,
\nউৎ + গিরণ = উদ্গিরণ, সদগুরু
\nত + ঘ = দ + ঘ
\nউৎ + ঘাটন = উদ্ঘাটন।
\nত + ভ = দ + ভ
\nউৎ + ভব = উদ্ভব।
\nত + য = দ + য
\nউৎ + যোগ = উদ্যোগ [রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১১; বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯], \nউৎ + যম = উদ্যম।
\nত + র = দ + ও
\nতৎ + রূপ = তদ্রƒপ। [সরকারি প্রাথমিক বিদ্যা: সহ. শি: ১৬]
\nত + ব = দ + ব
\nউৎ + বন্ধন = উদ্বন্ধন।