সঠিক উত্তর হচ্ছে: চীন ও যুক্তরাজ্য
ব্যাখ্যা: আফিম যুদ্ধ (Opium Wars) হল ১৯ শতকের মাঝামাঝি চীনে পশ্চিমা দেশগুলোর বাহিনী এবং কিং রাজবংশের (Qing Dunasty) মধ্যে দুটি সশস্ত্র সংঘর্ষ। প্রথম আফিম যুদ্ধ (১৮৩৯-৪২) চীন এবং ব্রিটেনের মধ্যে সংঘটিত হয় এবং দ্বিতীয় আফিম যুদ্ধ (১৮৫৬-৬০), ব্রিটেন এবং ফ্রান্স চীনের বিরুদ্ধে লড়াই করে।