সঠিক উত্তর হচ্ছে: বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: তিথিডোর (১৯৪৯) উপন্যাসটি বুদ্ধদেব বসুর রচনা।উপন্যাসটি তিন খন্ডে বিভক্ত।বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাবের নর - নারীর যাপনের মনোরম ও মধুর কাহিনী এ উপন্যাসে বর্ণিত হয়েছে।কাহিনীর মূল উপজীব্য প্রেম ও যৌবনের বন্দনা।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]