সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: গ্রাফিক্স এর কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় Vesa Bus বা Video Electronic Standard Architecture. এটি ৩২ বিট সিপিইউ গতিতে ডেটা পরিবহন করে থাকে। অন্যদিকে PCI বা Peripheral Component interconnect একটি ৩২ বিটের লোকাল বাস। এটি কম্পিউটার গঠন কাঠামোর বিভিন্ন অংশের মধ্যে দ্রুত গতিতে ডেটা পরিবহন এর কাজ সম্পাদন এর জন্যে ব্যবহৃত হয়।[তথ্যসূত্রঃ আইসিটি জার্নাল]