সঠিক উত্তর হচ্ছে: দ্বন্দ্ব সমাস
ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমনঃ রূপ ও রস ও গন্ধ ও শব্দ ও স্পর্শ = রূপরসগন্ধশব্দস্পর্শ; অন্ন ও বস্ত্র = অন্নবস্ত্র। দুধে ও ভাতে =দুধেভাতে(অলুকদ্বন্দ্ব )