সঠিক উত্তর হচ্ছে: ২৮(২) নং
ব্যাখ্যা: সংবিধানের ২৮ (১) অনুচ্ছেদে আছে, \'কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না\'।\n\nসংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে আছে, \' রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন\'।