সঠিক উত্তর হচ্ছে: শায়েস্তা খান
ব্যাখ্যা: শায়েস্তা খানের শাসনকাল বাংলার স্থাপত্য শিল্পের জন্য সবিশেষ উল্লেখযোগ্য। তার সময় নির্মিত হয়েছিল- ছোট কাটরা, লাল্বাগ দুর্গ, সাত গম্বুজ মসজিদ, চক মসজিদ, সফী খানের মসজিদ ইত্যাদি। স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এ যুগকে বাংলায় মুঘলদের “স্বর্ণযুগ” হিসাবে অভিহিত করা হয়। সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।