নিচের অপশন গুলা দেখুন
- আসত্তি গুণ প্রকাশ না পাওয়া
- অতি বিনয়ের প্রকাশ
- বচনের ভূল
- দূরান্বয় দোষ
অতএব,আপনার নিকট বিনীত এ প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন -
\nএ ব্যাক্যে বচনের ভূল ধরনের অসংগতি লক্ষ করা যায়।
\nবিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যার ধারণা প্রকাশের উপায় বা সংখ্যাত্মক প্রকাশের উপায়কে বচন বলে। অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদ যে ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর প্রতিনিধিত্ব করছে বা বোঝাচ্ছে, সেই ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর সংখ্যা, অর্থাৎ সেটি একসংখ্যক না একাধিক সংখ্যাক, তা বোঝানোর পদ্ধতিকেই বচন বলে।
\nবচন ২ প্রকার- একবচন ও বহুবচন।