সঠিক উত্তর হচ্ছে: এন
ব্যাখ্যা: মধ্যম পুরুষঃ\nবাক্যের বক্তা যে পদের দ্বারা শ্রোতাকে বোঝায়, তাকে বলে শ্রোতাপক্ষ বা মধ্যম পুরুষ। যেমন: আপনি, আপনারা, তুমি, তোমরা, তুই, তোরা। মধ্যম পুরুষও সবসময় সর্বনাম পদ হয়।\nনির্দেশক ভাবের সাধারন বর্তমান কালের সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বিভক্তি \"এন\"।\n