সঠিক উত্তর হচ্ছে: বিপ্রকর্ষ
ব্যাখ্যা: সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে।একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।যেমন- রত্ন>রতন, ধর্ম>ধরম ইত্যাদি। \n[তথ্যসুত্রঃ বাংলা ব্যকরণ ও নির্মিত - নবম-দশম শ্রেণি - পৃষ্ঠা নং ২৭ (পুরাতন সিলেবাস) ]