সঠিক উত্তর হচ্ছে: ভুসুকুপা
ব্যাখ্যা: চর্যাপদের ২৩ নং পদটি খন্ডিত পদ। এর ৬ টি পঙক্তি পাওয়া গেছে। বাকি ৪ টি পঙক্তি পাওয়া যায় নি। এই পদটির রচয়িতা ভুসুকুপা। ভুসুকুপা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদ রচয়িতা। তিঁনি মোট ৮ টি পদ রচনা করেন। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]