সঠিক উত্তর হচ্ছে: পনের নং দফা
ব্যাখ্যা: 1954 সালের 8ই মার্চের নির্বাচন ছিল পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সাধারণ নির্বাচন। নির্বাচনে শতকরা 37.19 ভাগ ভোটার ভোট দেয়।1954 সালের এই নির্বাচনের ইশতিহার ছিল________21 দফা। 21 দফা ইশতিহারের প্রথম দফা ছিল _______ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। 15 নং দফা ছিল_____________ বিচার বিভাগ থেকে শাসন বিভাগ পৃথক করা।