সঠিক উত্তর হচ্ছে: ৭৭ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা: বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে তিনটি ধারায় ন্যায়পাল পদ সুষ্টির বিধান রাখা হয়। পরবর্তীতে ১৯৮০ সালে ন্যায়পাল আইন, ১৯৮০সংসদে পাস করা হয়। সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে: ১, সংসদ আইনের ছারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করতে গারবেন। ২. সংসদ আইনের ছাড়া ন্যায়পালকে কোনোমন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবন্ধ সরকারি পরিচালনার ক্ষমতাসহ যেরুপ ক্ষমতা কিংবা যেরুপ দায়িত্ব প্রদান করবেন, ন্যায়পাল সেরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। ৩. ন্যায়পাল তাঁর দায়িত্ব পালন সম্পর্কে বার্ষিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপর্ট সংসদে উপস্থাপিত হবে।