সঠিক উত্তর হচ্ছে: বিদ্যাপতি
ব্যাখ্যা:
মিথিলার রাজসভার কবি ছিলেন - বিদ্যাপতি।
- তিনি ছিলেন - পঞ্চদশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন - মিথিলার রাজা শিবসিংহ।
- এ জন্য সে বিদ্যাপতিকে \'কবিকন্ঠহার\' উপাধিতে ভূষিত করেছিলেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি।