সঠিক উত্তর হচ্ছে: মহাস্থানগড়
ব্যাখ্যা: বাংলাদেশের প্রাচীনতম নগর হলো পুন্ড্র বা বর্তমান মহাস্থানগড়। এখানে মৌর্য ও গুপ্ত রাজবংশের ধ্বংসাবশেষ রয়েছে। পাহাড়পুর, ময়নামতি ও সোনারগাঁও বাংলাদেশের প্রাচীন ও মধ্যযুগের নিদর্শন বহন করছে। ময়নামতি ও পাহাড়পুরে রয়েছে বৌদ্ধ নিদর্শন এবং সোনারগাঁওয়ে সুলতানি ও মোগল আমলের বহু নিদর্শন রয়েছে।