সঠিক উত্তর হচ্ছে: অব্যয়ীভাব
ব্যাখ্যা: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। ঈষৎ রক্তিম= আরক্তিম( ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস)। এরূপ- ঈষৎ নত= আনত। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম- দশম শ্রেণির র্বোড বই।