সঠিক উত্তর হচ্ছে: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন।এজন্য তাকে \'বাংলা গদ্যের জনক\' বলা হয়।বিদ্যাসাগরের বিখ্যাত গদ্যগ্রন্থ হলো \'বেতাল পঞ্চবিংশতি\' (১৮৪৭)।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮ - ১৮৯৪) \'বাংলা উপন্যাসের জনক\' বলা হয়।উইলিয়াম কেরি (১৭৬১ - ১৮৩৪) ছিলেন বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক।বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৬১ - ১৯৪১) \'বাংলা ছোটগল্পের জনক \' বলা হয়।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]