সঠিক উত্তর হচ্ছে: বহুবচনের অপপ্রয়োগ
ব্যাখ্যা: কোন শব্দকে এক বার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়। তাই অগণিত, অনেক, বহু, যাবতীয়, সব ইত্যাদি যত বহুত্ববাচক শব্দ আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো ইত্যাদি যুক্ত হবে না।
তাই উল্লিখিত বাক্যে \'সমস্যাগুলোর\' না হয়ে \'সমস্যা\' হবে।
অর্থাৎ, সঠিক বাক্য- \'আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব\'।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।