সঠিক উত্তর হচ্ছে: সূর্য-দীঘল বাড়ী
ব্যাখ্যা: আবু ইসহাকের সূর্য-দীঘল বাড়ী উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত এবং এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস। অন্যান্য উপন্যাস- পদ্মার পলিদ্বীপ, জাল। তার গল্পগ্রন্থঃ হারেম, মহাপতঙ্গ ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।