সঠিক উত্তর হচ্ছে: কপালকুণ্ডলা
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস \'কপালকুণ্ডলা\'। এই উপন্যাসের প্রধান চরিত্র - কপালকুণ্ডলা, মতিবিবি, নবকুমার। এবং প্রথম রোমান্টিক বাক্য- \"পথিক তুমি পথ হারাইয়াছ\"।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]